News

Bangabandhu Innovation Grant (BIG) 2021 Concluded Successfully

Published On: Monday, Nov 01, 2021
The “Bangabandhu Innovation Grant (BIG) 2021” was organized by the Innovation Design and Entrepreneurship Academy (iDEA) Project of Bangladesh Computer Council (BCC) under the ICT Division of the Government of the People’s Republic of Bangladesh to inspire young entrepreneurs and startups. One of the aims of this initiative is to create a startup ecosystem in the country by encouraging young entrepreneurs i.e., innovative ideas of startups. At the end of the campaign in 142 countries, more than 7,000 startups and inventors from 57 countries including Bangladesh, participated in the contest at the initial stage. The best of the best winning startup “OpenRefactory” received a grant of 1,00,000 US dollars with special honors as “One Big Winner 2021”, which is the biggest reward from the ICT Division for the startups in this Mujib year. In the BIG 2021 Grand Finale program, 36 startups chosen from home and abroad will receive a total grant of BDT 3 crore 60 lakh where each startup will get BDT 10 Lakh. A total of 46 startups, including 26 local startups selected from the reality show, the top 10 startups at the international level and the top 10 startups of the iDEA Project portfolio, are in the “BIG 2021 Grand Finale”.

In the golden jubilee of Bangladesh’s independence and the Mujib year, the grand finale of this special event was held on 30 October 2021 Saturday at the Multipurpose Auditorium of Bangladesh Film Archive at Agargaon, Dhaka. This year’s event of “BIG 2021” concluded with an excellent award distribution ceremony of about three hours.
The Minister of Finance of the Government of the People’s Republic of Bangladesh Mr. A H M Mustafa Kamal, FCA, MP was the chief guest at the Grand Finale of “BIG 2021” and the state minister for ICT Division Mr. Zunaid Ahmed Palak MP presided over the program.
The Senior Secretary of ICT Division Mr. N M Zeaul Alam PAA and the Executive Director and Additional Secretary of Bangladesh Computer Council (BCC) Dr. Md Abdul Mannan, PAA were the special guests of the program. the Project Director (Joint Secretary) of the iDEA Project Md. Abdur Rakib gave a welcome speech on the occasion.
Finance Minister Mr. A H M Mustafa Kamal said the government has allocated BDT 100 crore in the current budget to support young innovators. Today’s young inventors will play an important role in the country’s economy. Money is not a challenge, he said. We will move forward in the right direction by transforming the challenge into a possibility. The finance minister said that the journey of the startup ecosystem in Bangladesh started in 2010. Currently, there are more than 2500 startups serving in Bangladesh and they are playing an important role in our economy. There are currently more than 40 accelerator and incubator programs in the country. A number of startups have already received much investment in the country, which is a source of pride for us.” He added that more than 1.5 million people have been directly or indirectly employed through startups. He hoped that Bangladesh would emerge as a developed country in the world by 2041 by harnessing the innovative power of the youth through the hands of Hon’ble Prime Minister Sheikh Hasina. Finally, he said, “BIG 2021” is an initiative that is a clear reflection of the current government’s commitment to building and developing a startup culture.

'OpenRefactory' wins Bangabandhu Innovation Grant of USD 100,000/-

Published On: Saturday, Oct 30, 2021
OpenRefactory, a BD-US led deep-tech startup, has won USD 100,000/- grant at the ‘Bangabandhu Innovation Grant (BIG) 2021’. Organised by the Innovation Design and Entrepreneurship Academy (iDEA) Project of Bangladesh Computer Council (BCC) under the ICT Division, 36 startups were chosen from home and abroad for the finale

These startups will receive a total grant of BDT 3 crore 60 lakh where each startup will get BDT 10 Lakh. A total of 46 startups, including 26 local startups selected from the reality show, the top 10 startups at the international level and the top 10 startups of the iDEA Project portfolio, are in the “BIG 2021 Grand Finale”.

Openrefactory’s main offering is Intelligent Code Repair (iCR) which detects bugs with precision and can synthesise fixes for the detected bugs. 

In the golden jubilee of Bangladesh’s independence and the Mujib year, the grand finale of this event was held on Saturday, October 30, 2021, at the Multipurpose Auditorium of Bangladesh Film Archive at Agargaon, Dhaka. Finance Minister A H M Mustafa Kamal, FCA, MP was the chief guest and the state minister for ICT Division Zunaid Ahmed Palak MP presided over the program.

In the “BIG 2021” contest, more than 7,000 startups applied from home and abroad at the initial stage, from which a total of 255 projects from 56 countries were accepted internationally. From there, the top 10 international level startups are selected after two rounds of selection, who directly participate in the grand finale. 

Best 10 International Startups:
ThermoNorth, MyCash Money Pte. Ltd, Agrovisio, Inkspired, WTEAM, SOSO CARE, Grant Master, BioMec, Evreka, Care Form Labs Private Limited 

Best 10 iDEA Portfolio Startups:
AlterYouth, OxyJet, Bloodman, Bhumijo, Jahaji Ltd, GARBAGEMAN LIMITED, Avijatrik, Bike lock, The2HoursJob, Shadhin Music Limited

BIG 2021: OpenRefactory gets $1 lakh Grant

Published On: Saturday, Oct 30, 2021

The best of the best winning startup “OpenRefactory” received a grant of $1 lakh with special honors as “One Big Winner 2021”, which is the biggest reward from the ICT Division for the startups in this Mujib year.

The grand finale of “Bangabandhu Innovation Grant (BIG) 2021” was held on Saturday at the Multipurpose Auditorium of Bangladesh Film Archive at Agargaon in the capital.  

Finance Minister AHM Mustafa Kamal was the chief guest at the grand finale of “BIG 2021” and state minister for ICT Division Zunaid Ahmed Palak presided over the programme.

The event was organised by the Innovation Design and Entrepreneurship Academy (iDEA) Project of Bangladesh Computer Council (BCC) under the ICT Division of the government to inspire young entrepreneurs and startups. 

At the end of the campaign in 142 countries, more than 7,000 startups and inventors from 57 countries including Bangladesh, participated in the contest at the initial stage. 

Finance Minister AHM Mustafa Kamal said the government has allocated Tk100 crore in the current budget to support young innovators. 

“Today’s young inventors will play an important role in the country’s economy. Money is not a challenge. We will move forward in the right direction by transforming the challenge into a possibility,” he said.

Mentioniing that the journey of the startup ecosystem in Bangladesh started in 2010, the finance minister said, “Currently, there are more than 2,500 startups serving in Bangladesh and they are playing an important role in our economy.” 

Speaking on the occasion, state minister for ICT Division Zunaid Ahmed Palak said that a startup policy would be formulated soon to build an innovative nation by building an innovation ecosystem. 

He said that as a result of different policies and support of the ICT sector under the leadership of Prime Minister Sheikh Hasina, at present the export revenue of the ICT sector is more than $1 billion. 

“We are working towards the goal of increasing export earnings to $5 billion by 2025 and creating employment for 3 million people,” Palak said. 

He announced that the “Bangabandhu Innovation Grant (BIG) 2021” contest will be held every year.

The best 26 startups from the Reality Show are — OpenRefactory, Tinkers Technologies Ltd., Bonton Connect, RadAssist, Boighor trading care, Olwel BD Ltd., Landknock Ltd., Inovace Technologies, Lifespring Consultancy Limited, idea 3d solutions, Captain Earth – be the change, Upskill, Psycure Organization, Plastile, Brailly Tech Ltd., InclusionX, Smart White Cane, Dingi Technologies Ltd., Ghost Kitchen Bangladesh Limited, ANTS Aerial Systems Ltd., Online Sohopathi, Alo, Scientiko Limited, Khelbei Bangladesh, Jobike, and RoboLab.

Best 10 international startups are — ThermoNorth, MyCash Money Pte. Ltd, Agrovisio, Inkspired, WTEAM, SOSO CARE, Grant Master, BioMec, Evreka, Care Form Labs Private Limited

Best 10 iDEA portfolio startups are — AlterYouth, OxyJet, Bloodman, Bhumijo, Jahaji Ltd, GARBAGEMAN LIMITED, Avijatrik, Bike lock, The2HoursJob, Shadhin Music Limited

BAN and AISI work together to invest in OpenRefactory

Published On: Saturday, Sep 18, 2021
AI Startup Incubator (AISI) in Prague, in partnership with Bangladesh Angels, have invested into OpenRefactory, a US-Bangladeshi deeptech startup.

The main product of the US-Bangladeshi company is Intelligent Code Repair (iCR), which detects bugs with high precision and is the first of its kind to synthesise fixes for the detected bugs. OpenRefactory aims to enable companies of different sizes to get to their security, reliability and compliance goals without an army of engineers continuously triaging the false warnings generated by current bug detection tools.

Studies have shown that developers create on average 70 bugs per 1000 lines of code. While most bugs are detected during testing, up to 20% of the errors still make it to a customer. Today, the error detection software segment is a USD2.1 bn industry.

“Currently, most software developers have to spend hours searching and evaluating bugs in code. This process leads to ineffectively used time and large extra costs. We see a future in services such as OpenRefactory, due to the fact their team brings a solution that supports software developers, letting them focus on the fun parts of coding instead of looking for bugs that can be instantaneously fixed,” says Angelo Burgarello, a managing partner at AI Startup Incubator.

“OpenRefactory is the perfect solution for companies which are looking to reduce the software developers’ overhead and bring large savings,” says AISI board member Jiří Devát.

Current detection tools operate with a high rate of false positives, identifying false warnings for bugs. Developers need to manually review the warnings, evaluate them to find the actual bugs, and fix the errors. Thus, the process became highly demanding and costly and made the present detection industry focus on B2B sales at large companies.

OpenRefactory is not only able to find the bugs but also fix them. The company’s iCR examines code ex-post, starting the analysis after writing the code. OpenRefactory’s Intelligent Code Repair generates a substantial decrease of false positives, from over 50% to 3%. OpenRefactory offers the cloud platform-based product for 25 USD per hour, making the software more affordable. iCR operates in two languages, Java and C, and the company is looking to expand it to further languages and platforms, for example, Python and Android.

“Automation and AI are opening the door to empowering developers to generate code more easily. Developers can produce code more quickly, but they also introduce errors when working quickly. iCR allows developers to work at top speed because it can check their work and rapidly detect and correct their common programming errors. Best part? The entire code is built with Bangladeshi developers in Bangladesh,” says Munawar Hafiz, CEO of OpenRefactory.

“OpenRefactory represents many firsts for us. It is our first cross-border investment across not one, but two jurisdictions, between Europe and the US. It is our first investment into a software platform, whose primary base of development is in Bangladesh, but nevertheless serving a global clientele. It is also our first deeptech company, leveraging years of AI-driven intellectual property that the founders have developed. We are very happy to facilitate this partnership, and believe the commercialisation of iCR will put Bangladesh and Bangladeshi engineers on the map within the global developer community for high quality, world-class tools,” says Navojit Dastidar, Associate and Europe Lead for Bangladesh Angels.

সফটওয়্যারের ত্রুটি ঠিক করে ওপেনরিফ্যাক্টরি

Published On: Sunday, Nov 28, 2021
এবারের ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১’ প্রতিযোগিতায় দেশি-বিদেশি সাত হাজার স্টার্টআপের মধ্যে সেরা হয়েছে মার্কিন-বাংলাদেশি স্টার্টআপ ‘ওপেনরিফ্যাক্টরি’। পুরস্কারস্বরূপ পেয়েছে এক লাখ মার্কিন ডলারের অনুদান।

শুরুটা যেভাবে

ওপেনরিফ্যাক্টরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুনাওয়ার হাফিজ এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুশফিক মনজুর। দুজনেই নটর ডেম কলেজে পড়ার সময় থেকেই বন্ধু। ২০১২ সালে মুশফিক যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে বন্ধু মুনাওয়ারকে দেখতে গিয়েছিলেন। মুনাওয়ার তখন পিএইচডি শেষ করে সবেমাত্র অবার্ন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তাঁর পিএইচডি গবেষণায় নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য সফটওয়্যারের স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করার সম্ভাব্যতা খুঁজে দেখছিলেন। শিকাগোর ডেভন শহরের এক রেস্টুরেন্টে ডিনার খেতে খেতে তাঁরা এই গবেষণার কাজ বাজারে নিয়ে আসার জন্য এক কম্পানি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনাও করেন।

২০১৫ সালের শেষের দিকে মুনাওয়ার ও মুশফিক কম্পানিটি শুরু করার জন্য অনুদানের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের কাছে প্রস্তাব জমা দেন। ২০১৬ সালের জুলাই মাসে পেয়ে যান দুই লাখ ২৫ হাজার ডলারের অনুদান। এরপর মুনাওয়ার চাকরি ছেড়ে নিজেদের ওপেনরিফ্যাক্টরিতেই পুরোদমে কাজ শুরু করেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে কম্পানিটি ‘ডেলাওয়্যার সি-কর্প’ (যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলাওয়্যারে নিবন্ধিত প্রতিষ্ঠান) হিসেবে নিবন্ধিত হয়। আর ২০১৭ সালের শুরুতে আরেকজন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা চার্লি বেডার্ড তাঁদের সঙ্গে যুক্ত হন। তাঁরা কোড রিফ্যাক্টরি বা কোড রিরাইটিং টেকনোলজির মাধ্যমে সফটওয়্যারটিকে বাগ বা ত্রুটি খুঁজে বের করে নির্মূল করার জন্য তৈরি করেছেন। এভাবেই যাত্রা শুরু হয় ওপেনরিফ্যাক্টরির।

ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার

ওপেনরিফ্যাক্টরি মূলত কম্পিউটার সায়েন্সের একটি মৌলিক সমস্যা, অর্থাৎ সফটওয়ার কোডের সিকিউরিটি, ভালনারেবিলিটি, রিলায়েবিলিটি এবং কমপ্লায়েন্স বাগ বা ত্রুটি নিজেদের উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে উচ্চ নির্ভুলতার সঙ্গে খুঁজে বের করে। এরপর সেগুলো আবার স্বয়ংক্রিয়ভাবে ফিক্স বা নির্মূল করে দেয়। সফটওয়্যার প্রগ্রামিংয়ের মতো জটিল কাজে অনেক ভুল হয়, যেটাকে বলা হয় ‘সফটওয়্যার বাগ’। বাজারে এখন যেসব বাগ ডিটেকশন টুলগুলো পাওয়া যায় সেগুলো ভুলভাল রিপোর্ট দিয়ে থাকে। ১০টি রিপোর্টের মধ্যে সাতটিই আসলে বাগ না। অনেক সময় জটিল বাগগুলো খুঁজেই পায় না। তাঁদের উদ্ভাবিত সফটওয়্যারটির নাম ‘ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার’ (আইসিআর)। বেঞ্চমার্ক টেস্টিংয়ে দেখা গেছে, এটি বাজারে পাওয়া অন্যান্য ডিটেকশন টুলের তুলনায় ৯ গুণ পর্যন্ত বেশি সুচারুভাবে সফটওয়্যার কোডের বাগ খুঁজে বের করতে সক্ষম। অন্যান্য টুল যেসব জটিল বাগ খুঁজেই পায় না, সেখানে তাঁদের সফটওয়্যারটি বেশ কার্যকর। শুধু তা-ই নয়, ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার স্বয়ংক্রিয়ভাবে সেই বাগগুলোকে সফটওয়্যার কোড রান না করেই কোডের ভেতরেই ফিক্স করে দেয়। রিফ্যাক্টরির দাবি অনুযায়ী এটি বিশ্বের প্রথম সফটওয়্যার বাগ খুঁজে বের করার টুলস।

এটি ব্যবহার করে কম্পানিগুলো সময়মতো বাজেটের মধ্যে উচ্চ মানের সফটওয়্যার প্রকাশ করতে পারবে।

বর্তমানে তাঁদের জাভা এবং সি ল্যাঙ্গুয়েজের জন্য ‘ইন্টেলিজেন্ট কোড রিপেইয়ার’ সলিউশন আছে। সম্প্রতি তারা পাইথনের জন্য ‘ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার’ আলফা সংস্করণ প্রকাশ করেছে, যার পূর্ণ সংস্করণ আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ বাজারে আসবে। ওপেনরিফ্যাক্টরির মূল লক্ষ্য হচ্ছে সফটওয়্যার কম্পানিগুলো যেন দ্রুততম সময়ে এবং সাশ্রয়ীভাবে নির্ভুল সফটওয়্যার লিখতে পারে তা নিশ্চিত করা।

 

সেবা পাওয়া যাবে পৃথিবীর যেকোনো প্রান্তে

ওপেনরিফ্যাক্টরির সেবাটি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই ব্যবহার করা যাবে। তাদের পণ্যটি মূলত দুইভাবে ব্যবহার করা যাবে। ছোট টিম বা এসএমইরা ক্লাউড মার্কেটপ্লেস থেকে ‘পে-অ্যাজ-ইউ-গো’ হিসেবে আইসিআর ব্যবহার করতে পারবে। আবার বড় প্রতিষ্ঠান লাইসেন্স ফি দিয়েও এটি ব্যবহার করতে পারবে। ‘পে-অ্যাজ-ইউ-গো’ মডেলটির সুবিধা হলো—আপনার যতক্ষণ দরকার শুধু ততটুকুর জন্যই পেমেন্ট করতে হবে। ওপেনরিফ্যাক্টরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুনাওয়ার হাফিজ বলেন, ‘কম্পানিটি শুরুর পর থেকে আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের ১৭টিরও বেশি কম্পানির সঙ্গে জাভার জন্য আইসিআর পাইলট করেছি। এ ছাড়া বাংলাদেশের কিছু প্রযুক্তি কম্পানির সঙ্গেও চুক্তি করেছি।’

 

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তাঁরা বলেন, “আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মূলত দুইভাবে ভাগ করা যায়। প্রথমত, নতুন কিছু প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট নিয়ে কাজ করতে চাই। ভবিষ্যতে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন—পিএইচপি, জাভা স্ক্রিপ্টের জন্য ‘ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার (আইসিআর)’ বাজারে ছাড়ব। দ্বিতীয়ত, আইসিআর সার্ভিস বর্তমানে অ্যামাজন এডাব্লিউএস এবং মাইক্রোসফট অ্যাজিউরের মতো ক্লাউড মার্কেটপ্লেসে পাওয়া যায়। ভবিষ্যতে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ও অ্যাটলাশিয়ানের মতো ক্লাউড মার্কেটপ্লেসে পাওয়া যাবে। আগামী দিনগুলোতে আমাদের বাংলাদেশ টিমের আকার আরো বড় হবে। দেশেই আমাদের সব ডেভেলপমেন্ট কাজ করব। বাংলাদেশের মেধা দিয়েই বিশ্বের বিভিন্ন সফটওয়্যার কম্পানিকে সেবা দেব।”

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জিতলো ‘ওপেন রি ফ্যাক্টরি’

Published On: Saturday, Oct 30, 2021
প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ ডলার জিতেছে দেশি স্টার্টআপ ‘ওপেন রি ফ্যাক্টরি’।

প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানটি সফটওয়ার তৈরির সময় স্বয়ংক্রিয়ভাবে ‘বাগ’ (ক্রুটি) চিহ্নিত করার সফটওয়্যার নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপগুলোকে উৎসাহিত করতে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টি পারপাস অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ওপেন রি ফ্যাক্টরির প্রতিনিধিদের কাছে পুরস্কারের ১ লাখ ডলারের প্রতিকী চেক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহদে পলক।

প্রতিষ্ঠানটির দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসাইন ও কনক দাস পুরস্কার গ্রহণ করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান।

অর্থমন্ত্রী বলেন, “প্রযুক্তি খাত বিশ্বকে বদলে দিয়েছে। এ খাতের শত শত কোম্পানি মাত্র কয়েক বছরে বিলিয়ন ডলারের এমনকি ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। মাত্র ২১ বছর আগে গুগল প্রতিষ্ঠিত হয়।

“ই কমার্স প্রতিষ্ঠান আমাজন ঘন্টায় আড়াই মিলিয়ন ডলার আয় করে, যা অবিশ্বাস্য।“

তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম মিডিয়া সংস্থা ফেইসবুকের বেতনভুক্ত কোনও সাংবাদিক বা নির্মাতা নেই। বিশ্বের বৃহত্তম ট্যাক্সি কোম্পানি উবার, যে একটিও ট্যাক্সির মালিক নয়। এভাবে প্রযুক্তি কোম্পানিগুলো সেবা খাতে বিপ্লব ঘটিয়েছে শুধু তারুণ্যের বুদ্ধিভিত্তিক উদ্ভাবনীর মাধ্যমে।”

বাংলাদেশে ২০১০ সালে স্টার্টআপের যাত্রা শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আড়াই হাজারের বেশি কোম্পানি কাজ করছে। ইতোমধ্যে বেশ কিছু স্টার্টআপ দেশে প্রচুর বিনিয়োগ এনেছে। ১৫ লাখের বেশি লোকের কর্মসংসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

অর্থায়ন কোনও সমস্যা নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, খাতটিতে প্রথমবারের মতো ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থবছরেও এ খাতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

“তরুণরা যেসব দাবি নিয়ে সরকারের কাছে আসছে, তাদের একটি দাবিও অপূরণ থাকবে না” যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, ২০১০ সালে প্রযুক্তি খাত থেকে মাত্র ২ কোটি ৬০ লাখ ডলারের রপ্তানি হয়েছিল। গত অর্থবছরে তা উন্নীত হয়েছে ১৩০ কোটি ডলারে।

“আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে এ খাতের রপ্তানি ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়া।“

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৫৭টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ৭ হাজারের অধিক স্টার্টআপ ও উদ্ভাবক অংশগ্রহণের জন্য আবেদন করে।

পরে দেশীয় বাছাই করা ৬৫টি স্টার্টআপ নিয়ে বুটক্যাম্প শেষে ১৩ পর্বের রিয়েলিটি শো এর মাধ্যমে দেশের সেরা ২৬টি এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আরও ১০টিসহ মোট ৩৬টি স্টার্টআপ নিবার্চন করা হয়।

দেশি-বিদেশি নির্বাচিত এই ৩৬ স্টার্টআপের প্রত্যেকটিকে ১০ লাখ টাকা করে মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে।

দেশি স্টার্টআপ 'ওপেন রিফ্যাক্টরি' পেল এক লাখ ডলার পুরস্কার

Published On: Saturday, Oct 30, 2021
তরুণ উদ্যোক্তা তথা স্টার্টআপ কোম্পানিকে নিয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১’-এ চ্যাম্পিয়ন হয়েছে দেশি স্টার্টআপ ‘ওপেন রিফ্যাক্টরি’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ওপেন রিফ্যাক্টরি চ্যাম্পিয়ন হয়ে জিতে নেয় এক লাখ ডলার নগদ পুরস্কার।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস অডিটোরিয়ামে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে সাত হাজারের অধিক স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে। এখান থেকে প্রাথমিকভাবে ২৫৫টি আন্তর্জাতিক স্টার্টআপ নির্বাচন করা হয়। দুই দফায় বাছাই শেষে ১০টি আন্তর্জাতিক স্টার্টআপ নির্বাচন করা হয়। এ ছাড়া দেশি ক্যাটাগরিতে বাছাই করা হয় ২৮৬টি স্টার্টআপ। এখান থেকে নির্বাচিত ৬৫টি স্টার্টআপ নিয়ে শুরু হয় ১৩ পর্বের টিভি রিয়েলিটি শো। এ পর্বে প্রতিযোগীরা মুখোমুখি হন দেশের প্রতিষ্ঠিত বিজনেস আইকনদের, যারা বিচারক হিসেবে উপস্থিত থেকে বাছাইকৃত ৬৫ স্টার্টআপ থেকে ২৬টি স্টার্টআপ নির্বাচন করেন। রিয়েলিটি শো থেকে নির্বাচিত ২৬টি দেশি স্টার্টআপ, আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০টি স্টার্টআপ এবং আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপের সেরা ১০টিসহ মোট ৪৬টি স্টার্টআপকে নিয়ে হয় ‘বিগ ২০২১’-এর চূড়ান্ত আয়োজন। চূড়ান্ত আয়োজনের রিয়েলিটি শোর মাধ্যমে বিজয়ী দেশি ২৬টি এবং আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০টি স্টার্টআপের প্রত্যেকেই পাচ্ছে ১০ লাখ টাকা করে মোট তিন কোটি ৬০ লাখ টাকার পুরস্কার।

রিয়েলিটি শো বিজয়ী ২৬ স্টার্টআপগুলো হচ্ছে- ওপেন রিফ্যাক্টরি, টিঙ্কার’ টেকনোলজিস লিমিটেড, বন্টন কানেক্ট লিমিটেড, র‌্যাডএসিস্ট, বইঘর ট্রেডিং কেয়ার, অলওয়েল বিডি লিমিটেড, ল্যান্ডনক লিমিটেড, ইনোভেইস টেকনোলজিস, লাইফ স্প্রিং কনসালট্যান্সি লিমিটেড, আইডিয়া থ্রিডি সলিউশনস, ক্যাপ্টেন আর্থ-বি দ্য চেইঞ্জ, আপস্কিল, সাইকিওর অর্গানাইজেশন, প্লাস্টাইল, ব্রেইলি টেক লিমিটেড, ইনক্লুশন এপ, স্মার্ট হোয়াইট কেইন, ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড, গোস্ট কিচেন বাংলাদেশ লিমিটেড, অ্যান্টস এরিয়াল সিস্টেমস লিমিটেড, আলো, সাইনটিকো লিমিটেড, খেলবেই বাংলাদেশ, জোবাইক, অনলাইন সহপাঠী ও রোবোল্যাব।

আন্তর্জাতিক ক্যাটাগরিতে বিজয়ী ১০টি স্টার্টআপ হচ্ছে- থার্মো নর্থ, মাই ক্যাশ মানি পিটিই লিমিটেড, এগ্রোভিজিও, ইঙ্ক স্পায়ার্ড, ডব্লিউটিম, সোসো কেয়ার, গ্র্যান্ড মাস্টার, বায়োমেক, ইভরেকা এবং কেয়ার ফর্ম ল্যাবস প্রাইভেট লিমিটেড। এ ছাড়া আইডিয়া প্রকল্প বিজয়ী ১০ স্টার্টআপ হচ্ছে- অল্টারইয়ুথ, অপিজেট, ব্লাডম্যান, ভূমিজো, জাহাজী লিমিটেড, অ্যাডভান্সড ভেইকেল সিকিউরিপিট সিস্টেমস (বাইক লক), দ্য টু আওয়ারস জব, গারবেজম্যান লিমিটেড, অভিযাত্রিক এবং স্বাধীন মিউজিক লিমিটেড।

বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত স্টার্টআপ বিচারকদের সামনে তাদের ব্যবসায়ের ধারণা ও সম্ভাবনা এবং প্রযুক্তি ও আর্থিক সংযোগে বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করে। বিচারকদের চূড়ান্ত বাছাই শেষে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে ‘ওয়ান বিগ উইনার ২০২১’ হিসেবে ওপেন রিফ্যাক্টরিকে এক লাখ ডলার পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়। এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিল ওয়ালটন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে ২৫০০টির বেশি স্টার্টআপ কাজ করছে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে বর্তমানে ৪০টিরও বেশি এপেলেরেটর এবং ইনকিউবেটর প্রোগ্রাম তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে বেশকিছু স্টার্টআপ দেশে বিনিয়োগ নিয়ে এসেছে যা আমাদের জন্য গর্বের। স্টার্টআপদের মাধ্যমে ১৫ লাখের বেশি মানুষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তরুণ উদ্ভাবকদের সহায়তায় চলতি বাজেটে সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে উল্লেখ করে তিনি বলেন, আজকের তরুণ উদ্ভাবকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরই এ প্রতিযোগিতা আয়োজন করা হবে। অচিরেই স্টার্টআপ পলিসি প্রণয়ন করা হবে। আমাদের লক্ষ্য আইসিটি খাতের রপ্তানি আয় ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি ৩০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষ হল স্টার্টআপদের নিয়ে বৃহৎ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট(বিগ) ২০২১

Published On: Saturday, Oct 30, 2021

তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” আয়োজন করে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১”। এই আয়োজনের অন্যতম লক্ষ্য হল তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা। আন্তর্জাতিক এই আয়োজনে ১৪২টি দেশে ক্যাম্পেইন শেষে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ৭ হাজারের অধিক স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে। মুজিববর্ষে স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগের সবচেয়ে বড় উপহার হিসেবে সেরাদের সেরা একটি স্টার্টআপ “ওপেনরিফ্যাক্টরি” ওয়ান বিগ উইনার ২০২১ হিসেবে পেল ১ লক্ষ ইউএস ডলার অনুদান। এছাড়া, দেশিয় স্টার্টআপদের নিয়ে অনুষ্ঠিত রিয়েলিটি শো এর থেকে নির্বাচিত ২৬ টি এবং আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০ টি স্টার্টআপ অর্থাৎ দেশি-বিদেশি নির্বাচিত মোট ৩৬ টি স্টার্টআপের প্রত্যেকেই পাচ্ছে ১০ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে এই বিশেষ আয়োজনের গ্র্যান্ড ফিনালে রাজধানী ঢাকার আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস অডিটরিয়ামে শনিবার, ৩০ অক্টোবর ২০২১ সকালে অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টার জমকালো একটি অ্যাওয়ার্ড বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১” এর এবারের আসর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি এবং সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পরিচালক ও যু্গ্মসচিব মো: আব্দুর রাকিব।

অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, তরুণ উদ্ভাবকদের সহায়তায় চলতি বাজেটে সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। আজকের তরুণ উদ্ভাবকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, অর্থ কোনো সমস্যা নয়। সমস্যাকে সম্ভবনা হিসেবে রূাপান্তরিত করেই আমরা সঠিক দিক নির্দেশনায় এগিয়ে যাবো। অর্থমন্ত্রী বলেন যে, বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এর যাত্রা শুরু হয় ২০১০ সাল থেকে। বর্তমানে বাংলাদেশে ২৫০০ টির বেশি স্টার্টআপ কাজ করছে এবং আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। দেশে বর্তমানে ৪০ টিরও বেশি এক্সেলেরেটর এবং ইনকিউবেটর প্রোগ্রাম তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে বেশ কিছু স্টার্টআপ প্রতিষ্ঠান দেশে প্রচুর বিনিয়োগ নিয়ে এসেছে যা আমাদের জন্য গর্বের বিষয়।” তিনি আরো বলেন, স্টার্টআপদের মাধ্যমে ১৫ লক্ষের বেশি মানুষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কর্মসংস্থান এর সুযোগ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে আবির্ভূত হবে বলে তিনি আশাব্যাক্ত করেন। সবশেষে তিনি বলেন, “বিগ ২০২১” আয়োজন হল এমন একটি উদ্যোগ যা স্টার্টআপ সংস্কৃতি গঠন ও উন্নয়নের বর্তমান সরকারের অঙ্গীকারের একটি সুস্পষ্ট প্রতিফলন।